এটি উসমানি বংশের সপ্তম সুলতান দ্বিতীয় মুহাম্মদের নামে নামকরন করা হয়। তিনি মাত্র একুশ বছর বয়সে কনস্টান্টিনোপল জয় করেন। এজন্য তিনি সারা পৃথিবীতে ফাতেহ সুলতান বা বিজয়ী সুলতান নামে বিখ্যাত। তার স্মরণে ইস্তানবুলের ফাতিহ জেলা, ফাতিহ সুলতান মুহাম্মদ সেতু ও ফাতিহ মসজিদের নামকরণ করা হয়েছে।
সেই বিখ্যাত সুলতান মেহমেদের নামে প্রতিষ্ঠিত ফাতিহ সুলতান মেহমেদ ওয়াকফ বিশ্ববিদ্যালয়, যাকে সংক্ষেপে এফএসএমডাব্লুইউ বা FSMWU বলা হয় । ফাতিহ সুলতান মেহমেদ ওয়াকফ বিশ্ববিদ্যালয়টি ১৪৭০ সালে প্রতিষ্ঠা করা হয়, যা আজ পর্যন্ত বিদ্যমান। পাঁচ শতাব্দী পুরাতন এই বিশ্ববিদ্যালয় তুরস্কের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যবাহী শিক্ষাকে সাথে রেখে উসমানি ইতিহাস জুড়ে বৈজ্ঞানিক, নাগরিক এবং সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের ৭ টি অনুষদ রয়েছে যা হলো,
০১. সাহিত্য অনুষদ
০২. চারুকলা অনুষদ
০৩. আইন বিভাগ
০৪. ইসলামিক বিজ্ঞান অনুষদ
০৫. আর্কিটেকচার এবং ডিজাইন অনুষদ
০৬. প্রকৌশল অনুষদ
০৭. শিক্ষা অনুষদ
এখানে ছয়টি ক্যাম্পাস রয়েছে:
০১. ফাতিহ (পুনরুদ্ধারকারী),
০২. হালিকের ক্যাম্পাস,
০৩. টপকাপির ক্যাম্পাস,
০৪. কান্দিলির ক্যাম্পাস,
০৫. কাকামালির সিটি ক্যাম্পাস,
০৬. ভ্যালাইড-আই আতিক কমপ্লেক্সে ক্যাম্পাস,
এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে গ্রন্থাগার,ক্যাফেটারিয়া, ছাত্রাবাস ও বক্তৃতা কক্ষ আছে। বিশ্ববিদ্যালয়টি তুরস্কের ভিতর ১০৩ তম এবং সারা পৃথিবীতে ৫০৮৩ তম অবস্থানে আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন জেনারেল ডিরেক্টর অফ ফাউন্ডেশন, প্রজাতন্ত্রের তুরস্কের প্রধানমন্ত্রী মন্ত্রনালয়।
এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় । প্রায় ৭৫ জন দক্ষ অনুষদ সদস্য রয়েছেন। ৭ টি অনুষদ, ৬ টি ইনস্টিটিউট এবং ২ টি ভোকেশনাল স্কুল - বিশ্ববিদ্যালয় ১৫ টি প্রধান একাডেমিক ইউনিট FSMWU নিয়ে গঠিত।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রগুলি হ'ল কুরাম, আলুটেম।
কুরাম একটি অ্যাপ্লিকেশন রিসার্চ সেন্টার যা জেনারেল ডিরেক্টর অফ ফাউন্ডেশন এবং ফাতিহ সুলতান মেহমেদ ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ের ভিত্তি উদ্দেশ্য অনুসারে ফাউন্ডেশন সাংস্কৃতিক স্থাবর ও অস্থাবর সম্পদের সুরক্ষার জন্য কাজ করবে।
সুলতান মেহমেদ ওয়াকফ বিশ্ববিদ্যালয় তুরস্কের ভিতর ১০৩ তম এবং সারা পৃথিবীতে ৫০৮৩ তম অবস্থানে রয়েছ
লেখক -
ইমেল - Khalidhassan3358@gmail.com
ফলো করুন ফেসবুক পেজ- https://www.facebook.com/KHalidOfficialBnEn/
তথ্যসূত্র - খালিদ হাসান
০১. the Conqueror ( "Fatih Sultan Mehmed" or "Mehmed II" ) in Wikipedia
No comments:
Post a Comment